সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ড্রিম স্কুলের যাত্রা শুরু

0
164

স্বপ্নের ছায়াতলে আপনাকে স্বাগতম’ স্লোগানে সিলেটের বস্তি/কলোনীর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জমজম বাংলাদেশ ও সালাম চ্যারিটি ইউকে এর যৌথ উদ্যোগে ৩০টি স্কুল (৬০টি শ্রেণী) নিয়ে উদ্বোধন হয়েছে ‘ড্রিম স্কুল’। গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী ২০২৪) আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে ১ হাজার ৭০০ শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উল্লেখ্য যে, জমজম বাংলাদেশ বস্তির শিশুদের নিয়ে এই প্রকল্পটি ২০০৮ সাল থেকে পরিচালনা করছে। এ বছরে সালাম চ্যারিটি’র অর্থায়নে প্রকল্পের লার্নিং সেন্টারসমূহ “ড্রিম স্কুল” নামে নতুনভাবে যাত্রা করেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং অধ্যাপক ও সালাম চ্যারিটির চেয়ারম্যান জনাব শরিফ হাসান আল বান্না এমবিই’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন , সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন জমজম বাংলাদেশের চেয়ারম্যান আব্দুল মুইজ চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত জয়েন্ট সেক্রেটারি ও জমজম বাংলাদেশের উপদেষ্টা ডা: সৈয়দ ওমর খৈইয়াম, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘সালাম চ্যারিটি ও জমজম বাংলাদেশ মহৎ একটি উদ্যোগ নিয়েছে। আগামী এক বছরের মধ্যে তাদের এই প্রকল্প আরো বৃদ্ধির যে পরিকল্পনা রয়েছে তাতে আমি সব ধরনের সহযোগিতা করব।’ তিনি বলেন, যদি নিম্ন আয়ের মানুষের সন্তানদের ভালো শিক্ষাদান করানো যায় তাহলে তারাও চিকিৎসক, প্রকৌশলী হতে পারবে। এটা আমাদের জন্যও গৌরবের অর্জন হবে।’ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ড্রিম স্কুলের শিক্ষার্থী শাওন মিয়া। ড্রিম স্কুলের শপথবাক্য পাঠ করে স্কুলের শিক্ষার্থী আরিফ হোসাইন। আরজে অপু ও আর্শিয়া আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহবুব ছোবহানী চৌধুরী, জমজম চ্যারিটেবল ট্রাস্ট ইউকের এক্সিকিউটিভ ডাইরেক্টর আবু রায়হান জামান, সালাম চ্যারিটির ব্যবস্থাপনা পরিচালক ওলিউর রহমান, ডাইরেক্টর অপারেশন মো. শাহজাহান হোসাইন, কাউন্সিরর আব্দুর রকিব তুহিন, কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, কাউন্সিলর নার্গিস সুলতানা সাকি, জমজম বাংলাদেশের কার্য্যকরী সদস্য মো. জসিমউদ্দিন, জমজম প্যারাডাইজ গার্ডেনের ভূমিদাতা ইউসুফ সেলিম, লুৎফুন্নেছা রাজ্জাক, জমজম চ্যারিটেবল ট্রাস্ট ইউকের এক্সিকিউটিভ ডাইরেক্টর আব্দুল মুজিব চৌধুরী, সৈয়দ সাহেদ আহমদ, সাবেহা জামান, জমজম প্যারাডাইজ গার্ডেনের ভাইস প্রেসিডেন্ট গোলাম জাকির চৌধুরী, উপদেষ্টা কমিটির সদস্য শায়েখ সাঈদ নুরুজ্জামান মাদানী, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, মোস্তফা শাহজামাল চৌধুরী বাহার, জমজম বাংলাদেশের ম্যানেজার মামুনুর রশীদ চৌধুরী, কামাল উদ্দিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here