দাতা সংস্থা Teebah Foundation UK এর অর্থায়নে বাস্তবায়িত Orphans Sponsorship Project-এর “Materials Distribution and Awareness Session with Guardians” শীর্ষক একটি সভা গত ২২ ফেব্রুয়ারী ২০২৫ ইং, শনিবার সকাল ১০:৩০ ঘটিকায় কুমারপাড়াস্থ জমজম টাওয়ারে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশ এর নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানি চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ মো: তৌহিদুল ইসলাম এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ হাসনুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মাঝে ডিপ্লোমা ডাক্তার গোপী মালাকার, ডকুমেন্টেশন এন্ড রিপোর্টিং এক্সিকিউটিভ মোঃ আবুল কাশেম (অপু), ফিল্ড সুপারভাইজার কামিল আহমেদ, ফিল্ড মোবিলাইজার মিসেস আফসানা, লোনা আফরোজ, নাহিদা আক্তার ও মাহমুদা আক্তার উপস্থিত ছিল।
উক্ত সভায় সুবিধাভোগী ২০ জন এতিম শিশুকে এডুকেশনাল ম্যাটেরিয়াল (খাতা, পেন্সিল, কলম, ইরেজার, শার্পনার, পেন্সিল ব্যাগ, হার্ডবোর্ড, রং পেন্সিল ও স্কুল ব্যাগ), হেলথ এন্ড হাইজিন কিটস (সাবান, টুথব্রাস, টুথপেস্ট, নারিকেল তেল ও সেন্ডেল) এবং মোবাইল মানি ট্রান্সফার সার্ভিস বিকাশ-এর মাধ্যমে প্রতি শিশুর অভিভাবকদের নাম্বারে ২,৩০০/- টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
শিশুদের প্রানবন্ত উপস্থিতিতে ইসলামী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। শিশু ও অভিভাবকদের মধ্য থেকে কয়েকজন বিভিন্ন বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেন এবং এতিম শিশুদের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় উপস্থিত অতিথিবৃন্দরা শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে তাদের শিক্ষা ও স্বাস্থ্যের বিষয়ে আরো বেশি সজাগ থাকার জন্য সচেতনতামূলক বক্তব্য ও বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের আগে উপস্থিত সকল শিশুর BMI ডাটা সংগ্রহ করা হয় এবং জমজম বাংলাদেশ কর্তৃক আয়োজিত সকল অতিথির দুপুরের খাবারের পর সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মলয় কান্তি ধর শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন।