সুবিধাবঞ্চিতদের মাঝে জমজম বাংলাদেশ’র পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ

0
33

জমজম বাংলাদেশ-এর উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ২য় দফায় গত ১৮ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার দুপুর ৩টায় খাদিমনগরস্থ সিলেট সদর উপজেলার অডিটোরিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব খোশনূর রুবাইয়াৎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামগ্রীসমূহ সুবিধাভোগী মানুষদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রজেক্ট প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ মো: তৌহিদুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক মো: আব্দুল হান্নান এবং ডকুমেন্টেশন ও রিপোর্টিং এক্সিকিউটিভ জনাব আবুল কাশেম অপু। এছাড়া সিলেট সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি পরিবারকে ১২কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি ছোলা ও ১ লিটার সয়াবিন তৈল প্রদান করা হয়। এছাড়া সিলেট সদর উপজেলার নিয়ন্ত্রণাধীন একটি এতিমখানায় ২০০কেজি চাল তিনি হস্তান্তর করেন।