জমজম বাংলাদেশ-এর উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর রায়নগর দপ্তরীপাড়া প্রতয়ন-১১৪ জমজম একাডেমিতে ১০০০ পরিবার ও ১৫টি এতিমখানার মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, জমজম বাংলাদেশ দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্র ও দুর্ভোগ নিরসন এবং শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই আলোকে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানের আগে সিলেট নগরীর দিনমজুর ও খেটে-খাওয়া মানুষদের মাঝে ইউকে প্রবাসী সিলেটের কিছু প্রতিশ্রুতিশীল ও তরুন মানুষদের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা আরো বলেন, সমাজের বিত্তবানদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, তবে সমাজে আর কেউ ক্ষুধার্ত থাকবে না। বক্তারা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে সবার প্রতি আহবান জানান।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে দাতাসদস্য EPIC Expeditions সাইক্লিষ্ট টিমের সদস্যদের মাঝে বক্তব্য রাখেন শাহ মোহাম্মদ আলী, শায়াল আহমেদ, মোহাম্মদ গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, জমজম একাডেমি’র সিনিয়র কো-অর্ডিনেটর মামুনুর রশীদ চৌধুরী, সিনিয়র কো-অর্ডিনেটর, এইচআর এডমিন আব্দুল হক আনহার, সিনিয়র কো-অর্ডিনেটর শেখ তাসনিম সাকিব, প্রজেক্ট প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ মো: তৌহিদুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক মো: আব্দুল হান্নানসহ গন্যমান্য মুরব্বিগন। ‘ইপিক এক্সপিডিশন বাইক রাইড’ এর ৩০ জনের সাইক্লিস্ট টিম নিরাপদ পরিবেশ, পরিচ্ছন্ন নগরী ও বায়ুদূষণ কমানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে গত ৪ থেকে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, টেকনাফ ও সিলেটে প্রায় ৩৯০ কিমি. বাইসাইকেল রাইড করেছে। এছাড়া তারা বৃটেনে আসন্ন রমজান উপলক্ষ্যে সিলেটের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহ করেছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার নগরীর রায়নগর দপ্তরীপাড়াস্থ জমজম একাডেমিতে ১০০০টি পরিবারকে ১২কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি ছোলা ও ১ লিটার সয়াবিন তৈল এবং ১৫টি এতিমখানায় ২০০ কেজি করে চাল জমজম বাংলাদেশের মাধ্যমে বিতরণ করা হয়।
এর পূর্বে উক্ত টিম বেসিক এডুকেশন, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, জমজম প্যারাডাইজ গার্ডেন ও জমজম একাডেমি প্রকল্প পরিদর্শন করেন।