দাতা সংস্থা জমজম চ্যারিটেবল ট্রাস্ট ইউকে-এর অর্থায়নে জমজম বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত Vocational Skill Development Training for Youths 2024-2025 প্রকল্পের ১ম বর্ষের ৩য় ও ৪র্থ সেশনের প্রশিক্ষনার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ ও মেধাবী প্রশিক্ষণার্থীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান গত ৩ ফেব্রুয়ারী ২০২৫ ইং, সোমবার সকাল ১১ ঘটিকায় কুমারপাড়াস্থ জমজম টাওয়ারে অনুষ্ঠিত হয় । জমজম বাংলাদেশ এর নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানি চৌধুরী মহোদয় এর সভাপতিত্বে ও প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ আব্দুল মালিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পলি টেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ জনাব মোহাম্মদ রেহান উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) সিলেট-এর জয়েন্ট সেক্রেটারী মোঃ রফিকুল ইসলাম জুয়েল, জমজম বাংলাদেশ এর এইচ.আর এন্ড এডমিন বিভাগের সিনিয়র কো-অর্ডিনেটর, জনাব আব্দুল হক আনহার, একাউন্টস এন্ড ফিন্যান্স বিভাগের কো- অর্ডিনেটর জনাব শেখ তাসনিম সাকিব, রিয়েল এস্টেট বিভাগের কো-অর্ডিনেটর জনাব মাহফুজ রাজা চৌধুরী অনিক, প্রজেক্ট কো-অর্ডিনেটর (স্পেশাল) জনাব মো: আব্দুল হান্নান। এতে বক্তব্য রাখেন জমজম বাংলাদেশ এর প্রজেক্ট প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ জনাব মো: তৌহিদুল ইসলাম, বেশিক এডোকেশন বিভাগের প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব মো: হাসনুল ইসলাম ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ বক্তারা তাদের বক্তব্যে তরুণ প্রশিক্ষণার্থীদের অগ্রগতি ও আত্ম নির্ভরশীলতা অর্জনের বিষয়ে পরামর্শ দেন এবং প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে নিজের আত্মকর্মসংস্থান তৈরীর গুরুত্বের উপর জোর দেন।
উক্ত অনুষ্ঠানে ২জন মেধাবী প্রশিক্ষণার্থীদের আত্ম কর্ম সংস্থানে সহায়তা ও ব্যবসা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়।