জমজম একাডেমি’র জমকালো উদ্বোধনী অনুষ্ঠান..

0
53

আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ যুগোপযোগি ইসলামী শিক্ষার অঙ্গিকার নিয়ে সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়ায় গত ২১ ডিসেম্বর, শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে জমজম বাংলাদেশ-এর অঙ্গ প্রতিষ্ঠান জমজম একাডেমী’র। শিক্ষার আধুনিক সব সুবিধাসহ প্রায় ৫০,০০০ বর্গফুটের নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠিত এই একাডেমি সিলেট নগরীর জন্য এক নতুন মাইলফলক। সুপরিকল্পিত প্লে-জোন, এক্টিভিটি রুম এবং মেডিকেল ইমার্জেন্সি কর্নারের মতো সুযোগ-সুবিধা নিয়ে নির্মিত এই প্রতিষ্ঠান কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি একটি আলোকিত ভবিষ্যতের প্রতীক।

জমজম বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃটেন ও বাংলাদেশের সুপরিচিত আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক এবং ডিরেক্টর টিভি ওয়ান, শায়খ মাহমুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জমজম একাডেমীর ভূমিদাতা ও জমজম বাংলাদেশের অন্যতম দাতা জনাব ইউসুফ সেলিম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক জনাব মঈন উদ্দিন আহমেদ চৌধুরী, জমজম বাংলাদেশের চেয়ারম্যান জনাব আব্দুল মুঈজ চৌধুরী, বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদিস হযরত মাওলানা ড. মুশতাক আহমদ, জমজম চ্যারিটেবল ট্রাস্ট এর ডিরেক্টর, এক্সিকিউটিভ, জনাব আব্দুল মুজিব চৌধুরী, জমজম প্যারাডাইজ গার্ডেন-এর ভাইস চেয়ারম্যান ও অন্যতম দাতা জনাব গোলাম জাকির চৌধুরী, একাডেমীর ইনচার্জ জনাব আশরাফুল আলম আনছারী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জমজম বাংলাদেশের এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সদস্য জনাব সাব্বির আহমেদ চৌধুরী এবং শেষে মোনাজাত পরিচালনা করেন জামেয়া মাদানিয়া বিশ্বনাথ জনাব হযরত মাওলানা হোসাইন আহমদ; এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় নাশিদ শিল্পী জনাব আবু ওবায়দার একক সঙ্গীত পরিবেশনা, তিনি প্রায় ৩০ মিনিট সঙ্গীত পরিবেশনা করে দর্শকদের মন জয় করে নেন। উল্লেখ্য, অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর আয়োজিত ক্বিরাত ও আর্ট প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। ২০২৫ সালে প্লে, নার্সারী, কেজি ওয়ান, টু ও থ্রি এই পাঁচটি শ্রেণী নিয়ে একাডেমীর কার্যক্রম পরিচালিত হবে; বর্তমানে ভর্তি কার্যক্রম চলছে।