পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ঢলের পানি ও অতিবৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্ব অংশের বিভিন্ন জেলা যেমন: ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উক্ত ক্ষতিগ্রস্ত জনসাধারণের ঘর-বাড়ি মেরামতে আর্থিক সহায়তার জন্য জমজম চ্যারিটেবল ট্রাস্ট ইউ.কে উদ্যোগ গ্রহণ করে।
সে লক্ষ্যে গত ২০শে অক্টোবর চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫৫টি পরিবারকে Cash Assistance for the Mirsharai Flood Affected People (CAMFA)-2024 প্রকল্পের মাধ্যমে ২০ হাজার টাকা করে মোট ১১ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। নগদ অর্থ মোবাইল মানি ট্রান্সফার বিকাশ-এর মাধ্যমে প্রদান করা হয় ও পরবর্তীতে তা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে তাদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রকল্পের কো-অর্ডিনেটর জনাব মো: আব্দুল হান্নান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইনড্রপ ট্রাস্ট এর ফাইন্যান্স এসোসিয়েট জনাব রাশিদুল হাসান ও উপদেষ্টা জনাব নুরুল আবসার (বীর মুক্তিযোদ্ধা), ভলান্টিয়ার জনাব মোঃ আবুল কাশেম (অপু) প্রমুখ।
আরো উল্লেখ্য যে, বন্যার শুরুতে জমজম চ্যারিটেবল ট্রাস্ট ইউকে এর উদ্যোগে বন্যার্ত কুমিল্লা জেলার মনোহরগঞ্জ ও নোয়াখালি জেলার সেনবাগ উপজেলার পাঁচ হাজার পরিবারের মাঝে প্রায় বিশ লাখ টাকার রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হয়।