জমজম বাংলাদেশ-এর উদ্যোগে আজ সিলেট নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের মাঝে পানি ও খাবার বিতরণ করা হয়…

0
106

জমজম বাংলাদেশ-এর উদ্যোগে ০৮ ও ১০ আগস্ট সিলেট নগরীর নাইওরপুল, জেল রোড, চৌহাট্টাসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের মাঝে পানি ও খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ার পর থেকে বাংলাদেশ পুলিশ-এর সদস্যগণ কর্মবিরতীতে রয়েছে; যার ফলশ্রুতিতে বর্তমানে সারাদেশে শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবক দল ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। জমজম বাংলাদেশ-এর প্রতিনিধিগণ দেশের এই উদ্ভুদ পরিস্থিতিতে স্বউদ্যোগে এ ধরনের কাজে অংশগ্রহন করায় স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিতরণ কাজে উপস্থিত ছিল প্রজেক্ট ম্যানেজার জনাব মামুনুর রশীদ চৌধুরী, ম্যানেজার, এইচআর এডমিন জনাব আব্দুল হক আনহার, প্রজেক্ট প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ মো: তৌহিদুল ইসলাম, ডেপুটি ম্যানেজার, রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট মাহফুজ রাজা চৌধুরী অনিক, মো: সবুজ মিয়া, তাসনিদ সাইদ ও জমজম প্যারাডাইজ গার্ডেনের শিশুরা।