মুসলমানদের মধ্যে কুরবানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ইবাদাত। কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্যই কুরবানি করা হয়ে থাকে এর ইতিহাস মুসলমানদের আত্মত্যাগ ও আল্লাহর নির্দেশ পালনে আরো উদ্বুদ্ধ করে। পশু কুরবানি ও এর গোশত বিতরণের মাধ্যমে পরস্পরের মাঝে একটি শক্তিশালী আত্মিক বন্ধন গড়ে ওঠে। এ লক্ষ্যে জমজম বাংলাদেশ প্রতিবছরের ন্যায় এবারো সিলেট সদর উপজেলায় কুরবানির প্রকল্প গ্রহন করেছে। এ বছর এনজিও ব্যুরোর অনুমোদিত প্রকল্পের মাধ্যমে ১০টি গরু ও ৬টি ছাগল কুমারপাড়াস্থ জমজম টাওয়ারে কুরবানি দেওয়া হয়। জমজম বাংলাদেশ-এর কর্মকর্তা-কর্মচারী ও সিলেট সদরের বিভিন্ন সুবিধাভোগীদের মাঝে গোশত বিতরণ করা হয়। প্রকল্প সমন্বয়ক জনাব মো: আব্দুল হান্নান সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাছরীন আক্তার-এর বাসভবনে গিয়ে সদর উপজেলার জন্য বরাদ্দকৃত কুরবানির গোশত পৌঁছে দেন। ইউএনও শারীরিকভাবে অসুস্থ থাকায় তাঁর প্রতিনিধি কুরবানির গোশত গ্রহন করে।
এছাড়া জমজম টাওয়ারে কুরবানির গোশত বিতরণে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানি চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার জনাব মামুনুর রশীদ চৌধুরী, ম্যানেজার, এইচআর এডমিন জনাব আব্দুল হক আনহার, প্রজেক্ট প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ মো: তৌহিদুল ইসলাম, ডেপুটি ম্যানেজার, রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট মাহফুজ রাজা চৌধুরী অনিক, প্রজেক্ট কো-অডিনেটর মো: হাসনুল ইসলাম।