জমজম বাংলাদেশের পক্ষ থেকে কুমারপাড়াস্থ লায়ন্স শিশু হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

0
136

সমাজের পিছিয়ে পড়া মানুষের সেবায় নিবেদিত বেসরকারি উন্নয়ন সংস্থা জমজম বাংলাদেশ-এর পক্ষ থেকে ৪টি অক্সিজেন সিলিন্ডার শিশু স্বাস্থ্য সেবা প্রদানকারী লায়ন্স শিশু হাসপাতালে প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানি চৌধুরী হাসপাতালের চেয়ারম্যান জনাব লায়ন জুবায়ের আহমেদ চৌধুরী (MJF)-এর হাতে সিলিন্ডারগুলো হস্তান্তর করেন, হাসপাতালের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান লায়ন ডা: মোস্তফা জামান চৌধুরী বাহার, লায়ন মাহবুবুর রহমান ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশের এইচ.আর এডমিন ম্যানেজার জনাব আব্দুল হক আনহার, ইনচার্জ, পিপিআই জনাব মো: তৌহিদুল ইসলাম, ডেপুটি ম্যানেজার, রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট জনাব মাহফুজ রাজা চৌধুরী অনিক, সবুজ মিয়া প্রমুখ। উল্লেখ্য, উক্ত সিলিন্ডারগুলো শিশুদের স্বাস্থ্যসেবার লক্ষ্যে ব্যবহৃত হবে।