সিলেট সদর উপজেলা পরিষদ হল রুমে ১৫ মে ২০২৪ তারিখে জমজম বাংলাদেশ-এর Basic Education for the Slum Children with Health and Hygiene Support-2024 প্রকল্পের ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার-ভূমি জনাব মোঃ মাহবুবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো: আব্দুল আহাদ, জমজম বাংলাদেশ-এর প্রজেক্ট প্ল্যানিং সেকশন ইনচার্জ জনাব মোঃ তৌহিদুল ইসলাম, প্রজেক্ট কোঅর্ডিনেটর (স্পেশাল) মোঃ আব্দুল হান্নান এবং এডাব-এর বিভাগীয় সমন্বয়কারী জনাব বাবুল আখতার।
সভায় উল্লেখিত প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কর্ম এলাকা, মেয়াদ, কার্যক্রম, বাজেট ও উল্লেখযোগ্য অর্জন ইত্যাদি বিষয় নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টশন উপস্থাপন করেন প্রকল্পের কো-অর্ডিনেটর মোহাম্মদ মফিজুল হক। সিলেট জেলার বিভিন্ন এনজিও-এর প্রতিনিধি, সিলেট সদর উপজেলার ইউএনও অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৬৫ জন প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি প্রকল্পের কার্যক্রমের তথ্য শুনে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, সভায় ইউএনও মহোদয় উপস্থিত থাকলেও একটা সরকারী প্রোগ্রামে যোগদান করায় তিনি উপস্থিত হতে পারেননি।
অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড অর্গানাইজার সুমন আহমেদ অলি, ডকুমেন্টেশন এন্ড রিপোর্টিং এক্সিকিউটিভ আবুল কাশেম অপু, হেলথ অফিসার মোহাম্মদ সোহাগ ও গোপি মালাকার প্রমুখ।