Vocational Skill Development Training for Youths2024-2025 প্রকল্পের আওতায় 28/04/2024ইং তারিখে জমজম ট্রেনিং ইন্সিটিউট এর শাপলাবাগ শাখায় নতুন ছাত্র-ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানি চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উক্ত প্রজেক্টের কো-অডিনেটর মো: হাসনুল ইসলাম, Basic Education এর প্রজেক্ট কো-অর্ডিনেটর- মো: মফিজুল হক , জমজম ট্রেনিং ইনস্টিটিউট-এর ইনচার্জ মিসেস সুমি ফেরদৌস । প্রধান বলেন- যারা ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে কাজ করে তারা জীবনে অনেক বড় হয়। তিনি শিক্ষার্থীদেরকে আগামী দিনগুলোতে দৃঢ় প্রত্যয় নিয়ে লক্ষ্যে অর্জন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা ও দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে ওঠার জন্য আহ্বান করেন ।
উল্লেখ্য যে, জমজম বাংলাদেশ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও দক্ষ মানবসম্পদ তৈরীর লক্ষ্যে কাজ করছে । বর্তমানে জমজম ট্রেনিং ইনস্টিটিউট এর মাধ্যমে কম্পিউটার বেসিক অফিস এ্যাপ্লিকেশন, কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং, ওয়েব পেইজ ডিজাইন এন্ড আউটসোর্সিং, ড্রেস মেকিং এন্ড (টেইলারিং), হ্যান্ডিক্রাফট, ব্লক-বাটিক এন্ড মম-বাটিক, স্পোকেন ইংলিশ, ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং-এই আটটি বিষয়ে টিলাগড় শাখায় কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।