গতকাল (১২ মার্চ) জমজম প্যারাডাইজ গার্ডের এর আবাসিক শিশুদের নিয়ে জমজম টাওয়ারে “ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা” বিষয়ের উপর একটি সেশন পরিচালনা করেন জনাব ডা: নাজিরুম মুবিন (BCS (Health), FCPS (Final part) ডা: মুবিন স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক তাদের সামনে উপস্থাপন করেন ও হাতে কলমে দেখিয়ে দেন। শিশুরা আগ্রহভরে উনার কথা শোনেন ও আলোচনা শেষে উক্ত বিষয়ের উপর বিভিন্ন প্রশ্ন করলে তিনি সেগুলোর জবাব দেন।