দাতা সংস্থা জমজম চ্যারিটেবল ট্রাস্ট ইউ কে – এর অর্থায়নে জমজম বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত Vocational Skill Development Training for Youths: 2024-2025 প্রকল্পের চলমান ১ম বর্ষ ৪র্থ সেশনের প্রশিক্ষনার্থীদের নিয়ে অরিয়েন্টেশন ক্লাস গত ১৭ নভেম্বর ২০২৪ ইং, রবিবার সকাল ১১ ঘটিকায় জমজম ট্রেনিং ইন্সটিটিউট শাপলাবাগ শাখায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশ-এর অন্যতম দাতা জনাব আবু হানিফা চৌধুরী ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট-এর জয়েন্ট সেক্রেটারী -মোঃ রফিকুল ইসলাম জুয়েল, জমজম বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজার ফিন্যান্স এন্ড একাউন্টস – জনাব শেখ তাসনিম সাকিব, প্রজেক্ট কো অর্ডিনেটর মো: আব্দুল মালিক, আরও উপস্থিত ছিলেন জমজম ট্রেনিং ইনস্টিটিউট এর প্রশিক্ষকবৃন্দ । অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বৃত্তিমূলক শিক্ষা অর্জন করে আত্ম কর্মসংস্থান তৈরির মাধ্যমে নিজে স্বনির্ভর হওয়া এবং সামাজিক উন্নয়নে কাজ করার জন্য তরুণদের আহ্বান জানান।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জমজম ট্রেনিং ইন্সটিটিউট, এর ইনচার্জ জনাবা সুমি ফেরদৌস ।