জমজম প্যারাডাইজ গার্ডেনের অভিভাবক সভা অনুষ্ঠিত

0
92

জমজম বাংলাদেশ এর FROC প্রকল্পের এতিম শিশুদের অভিভাবকদের নিয়ে প্রতি ০৩ (তিন) মাস পরপর একটি অভিভাবক সভা অনুষ্ঠিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় গত ০৫ই অক্টোবর ২০২৪ইং তারিখে জমজম টাওয়ারে এক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় শিশুদের পড়ালেখা ও সার্বিক মানোন্নয়ন অগ্রগতি এবং অন্যান্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন জমজম একাডেমী’র ম্যানেজার জনাব মামুনূর রশীদ চৌধুরী, এইচ.আর এডমিন ম্যানেজার জনাব আব্দুল হক আনহার, ইনচার্জ, পিপিআই জনাব মো: তৌহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের কেয়ারটেকার তসলিমুর রহীম জোয়ারদার, তাসনিদ সাইদ, ইকরা আহমেদ চৌধুরী প্রমুখ। অভিভাবকদের মধ্য থেকে কয়েকজন বিভিন্ন বিষয়ে জানতে চান ও মতামত উপস্থাপন করেন।