গত ০৫ জুন, ২০২৪ তারিখে সিলেট সিটি কর্পোরেশনের ১০,১৩ ,২২ ও ২৪নং ওয়ার্ডের তেররতন, শিবগঞ্জ লামাপাড়া, কাজিরবাজার ও ঘাসিটুলা এলাকায় জমজম বাংলাদেশ কর্তৃক পরিচালিত বেসিক ইডুকেশন ফর দি স্লাম চিলড্রেন উইথ হেলথ এন্ড হাইজিন সাপোর্ট -২০২৪ প্রকল্পের শিক্ষার্থীদের ১,২৭০টি বন্যার্ত পরিবারের মধ্যে জমজম বাংলাদেশ শুকনো খাবার বিতরণ করে। প্রতিটি পরিবারকে চিড়া-২কেজি, চিনি-১ কেজি, ওরস্যালাইন-৫ প্যাকেট, ৪টি বনরুটি ও ৫ লিটার পানি প্রদান করা হয়। বৃহত্তর তেররতন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন এর ২৪নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব হুমায়ুন কবীর সুহিন, সংস্থার কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার, ফিন্যান্স এন্ড একাউন্টস জনাব শেখ তাসনিম সাকিব, ডেপুটি ম্যানেজার, রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট মাহফুজ রাজা চৌধুরী অনিক, ইনচার্জ, পিপিআই মোঃ তৌহিদুল ইসলাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর (বিশেষ) জনাব মোঃ আব্দুল হান্নান, শিক্ষা প্রকল্পের কোঅর্ডিনেটর জনাব মো: মফিজুল হক। এছাড়া ফিল্ড ও অন্যান্য কর্মকর্তাদের মাঝে আবুল কাশেম অপু, সুমন আহমেদ অলি, মো: সোহাগ, গোপী মালাকার, নাহিদা, মাহমুদা, আফসানা ও লোনা আফরোজ উপস্থিত ছিল।
উল্লেখ্য, সাম্প্রতিক বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, জৈন্তা ও কোম্পানীগঞ্জ উপজেলা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এই বন্যার প্রভাব এবং অতিরিক্ত বৃষ্টিতে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।