জমজম বাংলাদেশ-এর এতিম সহায়তা প্রকল্প Facilitation of Rearing Orphans and Children in Need (FROC)-এর স্টাফদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনব্যাপি (০৪-০৬ মে ২০২৪) ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং কুমারপাড়াস্থ জমজম টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। জমজম বাংলাদেশের ম্যানেজার জনাব মামুনুর রশীদ চৌধুরী এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে ট্রেনিং এর সূচনা হয়। পরবর্তীতে বিভিন্ন পর্বে শিশুদের সাথে ইতিবাচক আচরণ ও কার্যকর যোগাযোগ, মানবসম্পদ ব্যবস্থাপনা, ইভেন্ট ম্যানেজমেন্ট, স্টাফদের দায়িত্ব ও কর্তব্য, টিম ওয়ার্ক, দৈনিক কর্মসূচি বাস্তবায়ন কৌশল, সেফটি এন্ড সিকিউরিটি, বাজেট ও প্রকিউরমেন্ট ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানী চৌধুরী, ম্যানেজার এইচ.আর এডমিন জনাব আব্দুল হক আনহার, ডেপুটি ম্যানেজার একাউন্টস এন্ড ফিন্যান্স জনাব শেখ তাসনিম সাকিব, ইনচার্জ, পিপিআই জনাব মো: তৌহিদুল ইসলাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব মো: হাসনুল ইসলাম ও জনাব মো: মফিজুল হক, সংশ্লিষ্ট প্রজেক্টের সুপারিনটেন্ডেন্ট জনাব খলিল আহমেদ মামুন প্রমুখ।
এছাড়া ট্রেনিং পরিচালনায় সহযোগি হিসেবে ছিলেন মিস নাজরানা ফেরদৌস, মিস সৈয়দা আসমা নওরীন, জনাব আবুল কাশেম অপু ও জনাব আব্দুস সামাদ আজাদ প্রমুখ। ট্রেনিং শেষে অংশগ্রহনকারীদের নিয়ে একটি মূল্যায়ন অনুষ্ঠিত হয় এবং সবাইকে সনদপত্র বিতরণ করা হয়।