জমজম বাংলাদেশ পরিচালিত জমজম প্যারাডাইজ গার্ডেন বিগত ০২/০৩/২০২৪ইং তারিখে পরিদর্শন করেন সমাজসেবা অধিদফতর, ঢাকার নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখার উপপরিচালক জনাব আইয়ুব খান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রফিক, উপ-পরিচালক; জেলা সমাজসেবা অধিদপ্তর, বাগবাড়ি, সিলেট। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আইয়ুব খান-এর সহধর্মিণী ও উনার দুই মেয়ে এবং জমজম প্যারাডাইজ গার্ডেন স্কুলের ম্যানেজার জনাব মামুনুর রশীদ চৌধুরী, এইচআর এডমিন ম্যানেজার জনাব আব্দুল হক আনহার, FROC প্রজেক্টের সুপারিন্টেন্ডেন্ট জনাব খলিল আহমদ মামুন ও জমজম বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অতিথিরা প্যারাডাইজ গার্ডেনের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন ও শিশুদের সাথে সময় কাটান। শিশুরা অতিথিদের সামনে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে।
Home Zamzam Paradise Garden সমাজসেবা অধিদফতর, ঢাকার নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখার উপপরিচালক এর জমজম পরিদর্শন