জমজম প্যারাডাইজ গার্ডেনের শিশুদের নিয়ে গত ২১.১০.২৩ তারিখে সিলেটের এয়ারর্পোট রোড সংলগ্ন লাক্কাতুরা চা বাগানে আনন্দ ভ্রমন এবং বৃক্ষরোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়। সকাল ১০.০০ ঘটিকার সময় জমজম টাওয়ার হতে প্রকল্পের সুপারিন্টেন্ডন্ট জনাব খলিল আহমেদ মামুন-এর তত্ত্বাবধায়ানে শিশুদের নিয়ে যাত্রা শুরু হয়। এরপর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে লাক্কাতুরা ও মালনিছড়া চা বাগান এবং স্টেডিয়াম পরিদর্শন করা হয়। পরবর্তীতে যোহর নামাজ ও একসাথে মধ্যাহ্নভোজ শেষে শিশুরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় লীগের খুলনা বনাব চট্টগ্রাম এর ক্রিকেট খেলা সরাসরি উপভোগ করে। সরাসরি খেলা দেখার অভিজ্ঞতা তাদের জন্য এবারই প্রথম; এতে শিশুরা অনেক আনন্দ অনুভব করে। বিকেলে তারা প্রকল্পের সুপারিন্টেন্ডন্ট এর তত্ত্বাবধানে লাক্কাতুরার উপযুক্ত স্থানে ৫টি গাছের চারা রোপন করে এবং গোধুলীলগ্নে জমজম টাওয়ারে ফিরে আসে। তাদের সাথে আরো উপস্থিত ছিল প্রকল্পের কর্মকর্তা জনাব সিরাজুল ইসলাম, সাঈদুর রহমান সানী, লাভলী বেগম, সুমা বেগম প্রমুখ।