২০২৩ সালের ডিসেম্বর মাসব্যাপী জমজম প্যারাডাইজ গার্ডেনের শিশুদের নিয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী জমজম টাওয়ারের ৭ম তলায় অনুষ্ঠিত হয়েছে। জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব সোবহানী চৌধুরী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা: মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, পরিচালক, ভাষা সৈনিক মতিন উদ্দীন আহমদ জাদুঘর ও সভাপতি: বেকা, বিশেষ অতিথি ছিলেন জনাব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী, ইমাম ও খতিব কুদরতুল্লাহ জামে মসজিদ এবং জমজম বাংলাদেশের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। উক্ত প্রতিযোগিতায় শিশুরা ইনডোর আউটডোর মিলিয়ে প্রায় ২০ টি ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করেছিল। ২০২৩ সালের সার্বিক দিক থেকে সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে হিফজ শাখার সোহানুর রহমান সোহান ও স্কুল শাখার শাবলু রহমান চৌধুরী।