জমজম বাংলাদেশ ও সালাম চ্যারিটির যৌথ উদ্যোগে নগরীর সাদারপাড়া এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে Basic Education for the slum children with health and hygiene support-2024 প্রকল্পের আওতায় ড্রিম স্কুল এর উদ্বোধন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে সালাম চ্যারিটির চেয়ারম্যান জনাব শায়খ শরীফ হাসান আল বান্না ও জমজম বাংলাদেশ-এর চেয়ারম্যান জনাব আব্দুল মুয়িজ চৌধুরী ফিতা কেটে স্কুলের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষ্যে ড্রিম স্কুল নতুন রুপে সাজানো হয় শিশুদের উপযোগি করে স্কুলের ভেতর ও বাহিরে আকর্ষণীয় ছবি, কার্টুন ইত্যাদি পেইন্টিং করা হয়। অতিথি শিক্ষাকেন্দ্রে উপস্থিত হলে শিশুরা অতিথিদের অভ্যর্থনা জানায় ও উপস্থিতিতে শপথ, ছড়া-কবিতা, গান ইত্যাদি পরিবেশন করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জমজম নির্বাহী পরিচালক মাহবুব ছোবহানী চৌধুরী, সালাম চ্যারিটির হেড অব অপারেশনস জনাব শাহজাহান হোসাইন প্রমুখ।