কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ’ (কেমুসাস) কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ক্বেরাত, নাতে রাসূল (সা.), ক্যালিগ্রাফি ও রচনা লিখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় জমজম প্যারাডাইজ গার্ডেনের Facilitation of Rearing Orphans and Children in need (FROC)’ প্রকল্পের হিফজ শাখার শিক্ষার্থী ‘আশরাফ আহমদ ‘ ক্বেরাত ‘ক’ বিভাগে শতাধিক প্রতিযোগীদের মধ্যে ‘তৃতীয় স্থান’ অর্জন করে। তাঁর এই কৃতিত্বের জন্য জমজম বাংলাদেশ এর পক্ষ থেকে তাঁকে পুরস্কার প্রদান করা হয় এবং অন্যদেরকে ও এই রকম প্রতিযোগিতায় বেশি বেশি অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করেন নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানী চৌধুরী তিনি বলেন – একটি বড় প্রতিযোগিতায় আমাদের শিশুদের প্রথম যোগদান এটি, আমরা আনন্দিত ও উৎসাহিত, আশা করি আগামীতে আমরা আরো সফলতা অর্জন করতে পারব, উক্ত অনুষ্ঠানে জমজম বাংলাদেশ হেড অফিসের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।