“গরীব থাকা বা কম সুবিধা নিয়ে বড়ো হওয়া লজ্জার নয়, সুবিধা পেয়েও সেটাকে কাজে না লাগানোই হলো লজ্জার!-” প্রফেসর ড. মোহাম্মাদ আব্দুর রব গতকাল (২০/০৫/২০২৩) সংস্থার এতিম প্রতিপালন প্রকল্প জমজম প্যারাডাইজ গার্ডেনের শিশুদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হেড অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সংস্থার নির্বাহী পরিচালক মাহবুব ছোবহানী চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন জমজম চ্যারিটেবল ট্রাস্ট ইউ,কে এর এক্সিকিউটিভ কমিটির ডিরেক্টর যথাক্রমে যুক্তরাস্ট্র প্রবাসী জনাব হেলাল আহমদ ও মিসেস আমিনা আহমদ, সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল জনাব মো: আব্দুল মুজিব, মানারাত ইন্টারন্যাশনাল কলেজের এসোসিয়েট প্রফেসর মিসেস নাসিমা আক্তার খান প্রমুখ। মো: তৌহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শিশুরা ডিসপ্লে ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। উপস্থিত অতিথি ও দর্শকবৃন্দ তাদের পরিবেশনায় মুগ্ধ হয় এবং উৎসাহ প্রদান করে। শেষে রমজান মাসে অনুষ্ঠিত ক্বেরাত, অর্থসহ সূরা মুখস্থ, হাদিসের গল্প, দোয়া মুখস্থ, ঈদকার্ড তৈরী ও বইপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্যারাডাইজ গার্ডেনের কর্মকর্তাগণ জমজম ভোকেশনাল ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের হাতে তৈরী বিভিন্ন জিনিসপত্র অতিথিদের হাতে তুলে দেন।