গত ২৯/০৪/২০২৩ইং তারিখে জমজম প্যারাডাইজ গার্ডেন এর শিশুদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই হেড অফিসের কর্মকর্তারা আবাসিক শিশুদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে এবং পরবর্তীতে সবাই নিজেদের ঈদের স্মৃতি বর্ণনা করে। ঈদের ছুটিতে যাওয়ার পূর্বে সকল শিশু ও তাদের অভিভাবকদের হাতে ঈদের উপহার হিসেবে নতুন পোশাক এবং খাদ্য সামগ্রী প্রদান করা হয়। আবাসিক শিশুরা তাদের পরিবারের জন্য ঈদ কার্ড তৈরী করে। এদের মধ্য থেকে যাদের ঈদ কার্ড সুন্দর হয়েছিল তাদের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে জমজম বাংলাদেশ এর নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুব ছোবহানী চৌধুরী ও হেড অফিসের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পবিত্র মাহে রমজানে মাসব্যাপি ইসলামী বই পাঠ, সূরা মুখস্থ, ইসলামী সঙ্গীত, হাদিসের গল্প পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসব নিয়েও আলোচনা হয় এবং কয়েকদিন পরে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
Home Zamzam Paradise Garden জমজম প্যারাডাইজ গার্ডেন এর শিশুদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।