জমজম প্যারাডাইজ গার্ডেনের আশরাফের কৃতিত্ব

0
88

বিগত ২৮/০৯/২০২৩ ইং রোজ বৃহস্পতিবার ‘কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ’ (কেমুসাস) কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ক্বেরাত, নাতে রাসূল (সা.), ক্যালিগ্রাফি ও রচনা লিখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় সিলেট শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তন্মধ্যে ‘জমজম বাংলাদেশে’- এর তত্ত্বাবধানে পরিচালিত ‘Facilitation of Rearing Orphans and Children in need (FROC)’ প্রকল্পের হিফজ ও সাধারণ শিক্ষা শাখার শিক্ষার্থীরা মোট ৭ জন (সাধারণ শিক্ষা শাখার ২ জন নাতে রাসূল (সা.)-র ‘ক’ বিভাগে) ও (হিফজ শাখার ৫ জনের মধ্যে ক্বেরাত ‘ক’ বিভাগে ৩ জন এবং ‘খ’ বিভাগে ২ জন অঅংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রত্যেকেই ভালোভাবে তাদের প্রতিভা প্রদর্শন করে। উক্ত ৭ জন শিক্ষার্থীদের মধ্যে হিফজ শাখার শিক্ষার্থী ‘আশরাফ আহমদ ‘ ক্বেরাত ‘ক’ বিভাগে কৃতিত্বের সহিত শতাধিক প্রতিযোগীদের মধ্যে ‘তৃতীয় স্থান’ অর্জন করে। গত ০৭. ১০. ২০২৩ ইং তারিখে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে সনদপত্রসহ পুরস্কৃত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here