জমজম ট্রেনিং ইনস্টিটিউটের বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
174

অদ্য ১৯শে ডিসেম্বর ২০২৩, রোজ মঙ্গল বার জমজম ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে সিলেটের টিলাগড় ইকোপার্ক সংলগ্ন মাঠে দিনব্যাপী বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে জমজম ট্রেনিং ইনস্টিটিউটের স্বেচ্ছাসেবী সংগঠন “সংকল্প”। দেশের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধাবোধ এবং পরিবেশ রক্ষায় শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে আগ্রহী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় । র‌্যালী ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন করে দেশপ্রেমের প্রেরণা জাগানো হয়। সংকল্প স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের দ্বারা সংস্কার করা গণকবরের পাশে জমজম প্যারাডাইজ গার্ডেনের এতিম শিশুদের বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জমজম ট্রেনিং ইনস্টিটিউটের ইনচার্জ সুমি ফেরদৌস-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জনাব মল্লিক মুন্না, জনাব রফিকুল ইসলাম জুয়েল, জনাব তৌহিদুল ইসলাম( প্রজেক্ট প্লানিং এন্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ জমজম বাংলাদেশের), জনাব হাসনুল ইসলাম (VSDTY প্রজেক্ট কো-অর্ডিনেটর), জনাব খলিল আহমেদ মামুন (FROC প্রজেক্টের সুপারিন্টেন্ডেন্ট ) এবং জমজম ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here