সিলেট | ১৮ জানুয়ারি ২০২৬
শিশুদের মানসিক বিকাশ ও আনন্দময় শৈশব নিশ্চিত করতে জমজম প্যারাডাইজ গার্ডেনের উদ্যোগে বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখে জমজম প্যারাডাইজ গার্ডেনের ৩৩ জন শিশুকে নিয়ে মৌলভীবাজার জেলার বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ ও শ্রীমঙ্গল উপজেলার ঐতিহাসিক বধ্যভূমিতে দিনব্যাপী এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
এই আনন্দ ভ্রমণে জমজম প্যারাডাইজ গার্ডেনের শিশুদের পাশাপাশি জমজম বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
সকাল ৯টায় শিশুদের নিয়ে বাসযোগে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। সকাল ১১টায় বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে পৌঁছানোর পর শিশুরা প্রকৃতির নিবিড় সান্নিধ্যে সময় কাটায়। পার্কে প্রবেশ করতেই নানা প্রজাতির পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
লাল, নীল, হলুদ ও সাদা রঙের বিচিত্র পাখি, ময়ূরের পেখম মেলা, উটপাখির বিশাল দেহ, তোতাপাখির সুরেলা ভঙ্গি, কবুতরের উড়াউড়ি, হরিণের লুকোচুরি, গিনিপিগ ও খরগোশের চঞ্চলতা এবং পুকুরে ভেসে ওঠা লাল-নীল মাছের ঝাঁক শিশুদের দারুণভাবে মুগ্ধ করে।
ভ্রমণকালে অনেক শিশু শিক্ষকদের কাছে পাখিদের নাম, খাদ্যাভ্যাস ও আবাসস্থল সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে। পরে দলটি শ্রীমঙ্গল বধ্যভূমি পরিদর্শন করে, যেখানে শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয় চেতনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
আয়োজকদের মতে, এই ধরনের আয়োজন শিশুদের আনন্দের পাশাপাশি প্রকৃতি, ইতিহাস ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

