ত্রৈমাসিক দেয়াল পত্রিকা ‘প্রয়াস’ এর দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন সফলভাবে সম্পন্ন হয়েছে জমজম প্যারাডাইজ গার্ডেনে। বিকেল ৩টায় ৭ম তলার মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কবি মামুন সুলতান । ‘প্রয়াস’ পত্রিকা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও চিন্তাশক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রধান অতিথি উনার বক্তব্য তুলে ধরেন এবং এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা লেখালেখি, চিত্রাঙ্কন ও মননশীলতায় আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।