জমজম চ্যারিটেবল ট্রাস্ট ইউকে-এর অর্থায়নে এবং জমজম বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত Vocational Skill Development Training for Youths 2024–2025 প্রকল্পের ৩য় ও ৪র্থ সেশনের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ ও আত্মকর্মসংস্থানে সহায়তা প্রদান অনুষ্ঠান সম্প্রতি সিলেট নগরীর কুমারপাড়াস্থ জমজম টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানি চৌধুরীর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম চ্যারিটেবল ট্রাস্ট ইউকে-এর চেয়ারম্যান জনাব মঈন উদ্দিন আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম চ্যারিটেবল ট্রাস্ট ইউকে-এর ডিরেক্টর-এক্সিকিউটিভ জনাব লতিফ আহমদ, জনাব গোলাম মৌওলা চৌধুরী (জামিল), জমজম বাংলাদেশ-এর জেনারেল মেম্বার ও জমজম প্যারাডাইজ গার্ডেনের ম্যানেজমেন্ট কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব গোলাম জাকির চৌধুরী, জমজম বাংলাদেশ-এর শুভাকাঙ্ক্ষী জনাব মোহাম্মদ আবু খালিদ মান্নান, এবং জমজম বাংলাদেশ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণার্থীদের অগ্রগতি, দক্ষতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ভোকেশনাল প্রশিক্ষণ শুধু একটি সনদ নয়, বরং এটি একটি টেকসই ভবিষ্যতের ভিত্তি। এই প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজ আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে এবং বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কার্যকরভাবে প্রয়োগ করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে মেধাবী প্রশিক্ষণার্থীদের আত্মকর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে সহায়তা প্রদান করা হয়। এর অংশ হিসেবে হ্যান্ডিক্রাফট ব্লক ও মোমবাটিক কোর্সের একজন প্রশিক্ষণার্থীকে হ্যান্ডিক্রাফট ব্লক বাটিকের উপকরণ এবং ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং কোর্সের দুইজন প্রশিক্ষণার্থীকে প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল টুলবক্সসহ উপকরণ প্রদান করা হয়।

