“জমজম বাংলাদেশের উদ্যোগে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে সহায়তা প্রদান”

0
53
zamzam training Institute
zamzam training Institute

“৮টি ট্রেডে ২৫০ প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান, মেধাবীদের মাঝে সেলাই মেশিন ও ইলেকট্রিক্যাল টুলস বিতরণ”

জমজম চ্যারিটেবল ট্রাস্ট ইউকে-এর অর্থায়নে এবং জমজম বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত “Vocational Skill Development Training for Youths 2024-2025” প্রকল্পের সার্টিফিকেট বিতরণ ও আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান অনুষ্ঠান গত ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার সকাল ১১টায় সিলেটের কুমারপাড়াস্থ জমজম টাওয়ারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানি চৌধুরী। সঞ্চালনা করেন প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ আব্দুল মালিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খোশনূর রুবাইয়াৎ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট-এর জয়েন্ট সেক্রেটারি জনাব মোঃ রফিকুল ইসলাম জুয়েল; জমজম বাংলাদেশের প্রজেক্ট প্ল্যানিং ও ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ জনাব মোঃ তৌহিদুল ইসলাম; জমজম ট্রেনিং ইনস্টিটিউটের ইনচার্জ জনাব সুমী ফেরদৌস; জমজম একাডেমির ইনচার্জ জনাব আশরাফুল আলম আনছারী এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর (স্পেশাল) জনাব মোঃ আব্দুল হান্নান।

বক্তারা তরুণ প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার জন্য উৎসাহিত করেন।

অনুষ্ঠানে ৮টি ট্রেডে মোট ২৫০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়। এছাড়া মেধাবী প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা হিসেবে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং কোর্সের ২ জনকে সেলাই মেশিন এবং ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং কোর্সের ২ জনকে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ও টুলবক্স প্রদান করা হয়।