HomeZamzam Academy“গ্যাজেট আসক্তিরোধে জমজম একাডেমিতে বিশেষ সেমিনার”

“গ্যাজেট আসক্তিরোধে জমজম একাডেমিতে বিশেষ সেমিনার”

সিলেট, ৩০ আগস্ট ২০২৫ (শনিবার):
গ্যাজেট আসক্তি শিশুদের ভবিষ্যৎ বিকাশের জন্য ভয়াবহ হুমকি— এ বার্তা ছড়িয়ে দিতে সিলেটের জমজম একাডেমির উদ্যোগে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

“গ্যাজেট আসক্তি: শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে প্রভাব ও করণীয়” শীর্ষক এ অনুষ্ঠান একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সুধীজনদের উপস্থিতিতে শিক্ষণীয় ও তাৎপর্যমণ্ডিত  হয়ে ওঠে।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখ মূসা আল হাফিজ এবং খ্যাতিমান শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আখলাক আহমদ। তারা তাঁদের আলোচনায় তুলে ধরেন— প্রযুক্তি ও স্মার্টফোনের অপব্যবহার শিশুদের পড়াশোনা, চিন্তাশক্তি, সামাজিকতা ও শারীরিক বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। পাশাপাশি ইসলামী শিক্ষার আলোকে সঠিক দিকনির্দেশনা, সময় ব্যবস্থাপনা এবং ভারসাম্যপূর্ণ প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাব্বির আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানী চৌধুরী। সঞ্চালনা করেন একাডেমির শিক্ষক জনাব জুনাইদ আহমদ।

সমাপনী বক্তব্যে একাডেমি ইনচার্জ বলেন,“গ্যাজেট শিশুদের শিক্ষার ক্ষেত্রে সহায়ক হতে পারে, তবে অতিরিক্ত ব্যবহার ও আসক্তি তাদের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টাই পারে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে।”

“একক ও দলীয় ইসলামী সংগীতের সুরেলা পরিবেশনা পুরো সেমিনারকে অনুপ্রেরণামূলক ও হৃদয়গ্রাহী করে তুলেছে।”

Related Articles

Featured News