বিগত ২৮/০৮/২০২৫ ইং তারিখে সিলেট মানিকপীরস্থ তা’লিমুল কুরআন ওয়াস্সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হুব্বে রাসুল (সাঃ) ফ্রন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত “সিলেট জেলা জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫” উক্ত প্রতিযোগিতায় জমজম প্যারাডাইজ গার্ডেন এর হিফজ শাখার শিক্ষার্থী “আশরাফ আহমদ” অংশগ্রহণ করে সাফল্যের সাথে জেলা পর্যায়ে ৪ র্থ স্থান অর্জন অর্জন করে। তার এই কৃতিত্বের জমজম পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত । জমজম বাংলাদেশ এর পক্ষ থেকে গত ৩১/০৮/২০২৫ ইং বিকাল ০৩:০০ ঘটিকায় জমজম টাওয়ারস্থ হলরুমে আশরাফ এর জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয় । মোঃ আব্দুল মালিক এর সঞ্চালনায় জমজম প্যারাডাইজ গার্ডেন এর হিফজ শাখার শিশু মোঃ মোবাশ্বিরুল ইসলাম মাহদি এর কুরআন তেলাওয়াত ও হিফজ শিক্ষক জনাব মোঃ সিরাজুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তাঁর এই কৃতিত্বের জন্য জমজম বাংলাদেশ এর পক্ষ থেকে তাঁকে পুরস্কার প্রদান করা হয় এবং অন্যদেরকে ও এই রকম প্রতিযোগিতায় বেশি বেশি অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করেন নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানী চৌধুরী তিনি বলেন – আজকের শিশুরাই আগামী প্রজন্মের ভবিষ্যত, শিশুর মানসিক বিকাশে এ রকম প্রতিযোগিতায় অংশগ্রহন শিশুদের আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, প্যারাডাইজ গার্ডেন এর এই অর্জনে আমি সত্যিই আনন্দিত। উক্ত অনুষ্ঠানে জমজম বাংলাদেশ হেড অফিসের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।