HomeZamzam Paradise Gardenত্রৈমাসিক দেয়াল পত্রিকা ‘প্রয়াস’ দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন..

ত্রৈমাসিক দেয়াল পত্রিকা ‘প্রয়াস’ দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন..

ত্রৈমাসিক দেয়াল পত্রিকা ‘প্রয়াস’ এর দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন সফলভাবে সম্পন্ন হয়েছে জমজম প্যারাডাইজ গার্ডেনে। বিকেল ৩টায় ৭ম তলার মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কবি মামুন সুলতান । ‘প্রয়াস’ পত্রিকা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও চিন্তাশক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রধান অতিথি উনার বক্তব্য তুলে ধরেন এবং এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা লেখালেখি, চিত্রাঙ্কন ও মননশীলতায় আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

Related Articles

Featured News