HomeZamzam Academyজামজাম একাডেমিতে "আইডিয়াল প্যারেন্টিং সেমিনার" সফলভাবে সম্পন্ন..

জামজাম একাডেমিতে “আইডিয়াল প্যারেন্টিং সেমিনার” সফলভাবে সম্পন্ন..


Zamzam Academy-র উদ্যোগে গত ২৬ জুলাই ২০২৫, শনিবার একাডেমি প্রাঙ্গণে “আইডিয়াল প্যারেন্টিং সেমিনার” অনুষ্ঠিত হয়। “সন্তানের জীবন গঠনের পথ – দ্বীনের আলোয় ভবিষ্যতের নেতৃত্ব” শীর্ষক এই সেমিনারে পিতা-মাতার ভূমিকা, পারিবারিক শিক্ষার গুরুত্ব এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সন্তান গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দাঈ ও সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি শাইখ সাঈদ বিন নূরুন্জ্জামান আল মাদানী এবং বিশেষ আলোচক ছিলেন অধ্যাপক ডা. রাশেদুল হক, বিভাগীয় প্রধান (শিশু বিভাগ), সিলেট উইমেন্স মেডিকেল কলেজ। বক্তাগণ দ্বীন ও বিজ্ঞানের আলোকে সন্তানদের সঠিকভাবে গড়ে তোলার দিকনির্দেশনা প্রদান করেন, যা উপস্থিত সকল অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণাদায়ক। পুরুষ ও মহিলা সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে উপস্থিত সকলেই অত্যন্ত আগ্রহ ও মনোযোগের সঙ্গে অংশগ্রহণ করেন। সেমিনারটি সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত চলে ।

Related Articles

Featured News