দাতা সংস্থা Teebah Foundation UK-এর অর্থায়নে পরিচালিত Orphans Sponsorship Project-এর আওতায়, শিশুদের ঈদের আনন্দ আরও রঙিন করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়, যাতে তারা অন্য সকল শিশুর মতোই ঈদের দিনে নতুন জামা পরে হাসিমুখে আনন্দ উপভোগ করতে পারে। জমজম বাংলাদেশের আয়োজনে সুবিধাভোগী এতিম শিশুদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে নতুন পোশাক, জুতা ও মোজা বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিরা শিশুদের হাতে নতুন কাপড় ও জুতা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শিশুদের অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট ফিল্ডকর্মীরা । উক্ত অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল ছোট পরিসরে খেলাধুলা ও বিনোদনের বিশেষ আয়োজন, যেখানে শিশুরা সারাদিন কাটায় হাসি, খেলা আর খুশির মুহূর্তে । শিশুরা উৎসাহ ও ভালোবাসা দিয়ে পুরো আয়োজনটি প্রাণবন্ত করে তোলেন এবং অনুষ্ঠান শেষে ছিল আমাদের নিয়মিত মাসিক নগদ অর্থ বিতরণ কর্মসূচি, যেখানে প্রত্যেক সুবিধাভোগী শিশুর পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়, যা তাদের মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করে। এই মহতী উদ্যোগের মাধ্যমে জমজম বাংলাদেশ ও Teebah Foundation UK প্রমাণ করেছে—সহানুভূতি কেবল অনুভব নয়, এটি একটি দায়িত্ব। আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই Teebah Foundation UK-এর প্রতি, যাদের উদার অনুদানে এই মানবিক আয়োজন বাস্তবায়িত হয়েছে ।