বিগত ২৭/০৫/২০২৫ইং তারিখে ZAMZAM BANGLADESH পরিচালিত বেসিক এডুকেশন ফর স্লাম চিলড্রেন উইথ হেলথ এন্ড হাইজিন-২০২৫ প্রকল্পের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ প্রোগ্রাম সম্পন্ন হয়। প্রকল্পের দুইটি এরিয়া তেররতন ও ঘাসিটুলা শিক্ষাকেন্দ্রে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। তেররতন এরিয়ায় বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব কাজী মোহাম্মদ জাফর, ওমরশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা বেগম এবং ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব হুমায়ুন কবির সুহিন ও জমজম বাংলাদেশ এর বিশেষ কো-অর্ডিনেটর জনাব মোঃ আব্দুল হান্নান সহ প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকগণ এবং ঘাসিটুলায় এরিয়ায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবিদুর রহমান কয়েস, সভাপতি, সবুজসেনা কেন্দ্র,জনাব মিঠু চৌধুরী, সদস্য, সবুজসেনা কেন্দ্র সহ প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকগণ। তাদের উপস্থিতিতে প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে ১টি টুথ পাউডার, ২টি টুথব্রাশ, ১টি নেইল কাটার ও ১টি সাবান বিতরণ করা হয়।