ZAMZAM BANGLADESH পরিচালিত Basic Education for the Slum Children with Health and Hygiene–2025 প্রকল্পের আওতায় সিলেট শহরের ঘাসিটুলা ও তেররতন এরিয়ার শিক্ষাকেন্দ্রগুলোতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
ঘাসিটুলা শিক্ষাকেন্দ্রগুলোর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট জনাব সাইদুর রহমান জিবের, সেক্রেটারি, ঘাসিটুলা পঞ্চায়েত কমিটি,জনাব নাসির উদ্দিন রব, সভাপতি, কলাপাড়া সমাজ কল্যাণ সংঘ,জনাব ফখরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা,জনাব মোঃ তৌহিদুল ইসলাম, ইনচার্জ, পিপিআই, Zamzam Bangladesh
তেররতন শিক্ষাকেন্দ্রগুলোর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব হুমায়ুন কবির সুহিন, সাবেক কাউন্সিলর, ২৪নং ওয়ার্ড, জনাব মোঃ আব্দুল হান্নান, বিশেষ কো-অর্ডিনেটর Zamzam Bangladesh, প্রকল্পের শিক্ষকবৃন্দ ও মাঠপর্যায়ের কর্মকর্তাগণ । এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ তৈরি হবে এবং ভবিষ্যতের পথে তাদের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি পাবে বলে জমজম বাংলাদেশ বিশ্বাস করে ।
উক্ত কার্যক্রম এ প্রতিটি শিশুকে প্রদান করা হয় – ১টি স্কুল ব্যাগ, ১টি কালার পেন্সিল বক্স, ১টি কলম, ১টি ইরেজার , ২টি পেন্সিল।