HomeVocational TrainingVSDTY 2024-2025 প্রকল্পের স্টাফ ও ZTI স্টাফদের নিয়ে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

VSDTY 2024-2025 প্রকল্পের স্টাফ ও ZTI স্টাফদের নিয়ে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

গত 23 /01/25 ইং, শনিবার দুপুর ০২ ঘটিকায় জমজম ট্রেনিং ইন্সটিটিউট শাপলাবাগ শাখায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ আব্দুল মালিক এর সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশ  এর নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানি চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ জনাব মো: তৌহিদুল ইসলাম, একাউন্টস এন্ড ফিন্যান্স বিভাগের কো- অর্ডিনেটর জনাব শেখ তাসনিম সাকিব। এতে স্বাগত বক্তব্য রাখেন জমজম ট্রেনিং ইন্সটিটিউট এর ইনচার্জ মিসেস সুমি ফেরদৌস।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে স্টাফদের নৈতিকতা ও আন্তরিকতার সাথে ক্লাস কার্যক্রম পরিচালনা ও দূর্বল প্রশিক্ষণার্থীদের বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শিখানোর পরামর্শ দেন, যাতে তারা প্রশিক্ষনলব্দ জ্ঞান কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থান তৈরীর উপযুক্ত হিসেবে গড়ে উঠতে পারে।

Related Articles

Featured News