HomeGenarelজমজম বাংলাদেশের পক্ষ থেকে কুমারপাড়াস্থ লায়ন্স শিশু হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

জমজম বাংলাদেশের পক্ষ থেকে কুমারপাড়াস্থ লায়ন্স শিশু হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

সমাজের পিছিয়ে পড়া মানুষের সেবায় নিবেদিত বেসরকারি উন্নয়ন সংস্থা জমজম বাংলাদেশ-এর পক্ষ থেকে ৪টি অক্সিজেন সিলিন্ডার শিশু স্বাস্থ্য সেবা প্রদানকারী লায়ন্স শিশু হাসপাতালে প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানি চৌধুরী হাসপাতালের চেয়ারম্যান জনাব লায়ন জুবায়ের আহমেদ চৌধুরী (MJF)-এর হাতে সিলিন্ডারগুলো হস্তান্তর করেন, হাসপাতালের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান লায়ন ডা: মোস্তফা জামান চৌধুরী বাহার, লায়ন মাহবুবুর রহমান ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশের এইচ.আর এডমিন ম্যানেজার জনাব আব্দুল হক আনহার, ইনচার্জ, পিপিআই জনাব মো: তৌহিদুল ইসলাম, ডেপুটি ম্যানেজার, রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট জনাব মাহফুজ রাজা চৌধুরী অনিক, সবুজ মিয়া প্রমুখ। উল্লেখ্য, উক্ত সিলিন্ডারগুলো শিশুদের স্বাস্থ্যসেবার লক্ষ্যে ব্যবহৃত হবে।

Related Articles

Featured News