HomeZamzam Paradise Gardenপ্যারাডাইজ গার্ডেনের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

প্যারাডাইজ গার্ডেনের ইফতার মাহফিল অনুষ্ঠিত…

জমজম বাংলাদেশ পরিচালিত জমজম প্যারাডাইজ গার্ডেনের এতিম শিশুদের আয়োজনে জালালাবাদ রোটারী ক্লাব-এর সদস্যদের নিয়ে জমজম টাওয়ারে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা রাখেন কুদরতুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নূরুজ্জামান মাদানী, ইফতার মাহফিলে রোটারী ক্লাবের সদস্যদের মাঝে উপস্থিল ছিলেন ক্লাব সভাপতি মো: মঞ্জুর আল বাসেত, পিডিজি লে. কর্নেল আতাউর রহমান পীর (অব.), পিডিজি শহিদ আহমদ চৌধুরী, রোটারিয়ান ও জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহবুব ছোবহানী চৌধুরী প্রমুখ। ইফতার মাহফিলে এতিম শিশুরা কোরআন তেলাওয়াত, গজল ইত্যাদি পরিবেশন করে। সবশেষে সবার কল্যাণ কামনায় দোয়া করা হয়।

Related Articles

Featured News