HomeBasic EducationBasic Education প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

Basic Education প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

জমজম বাংলাদেশ সিলেট সিটি কর্পোরেশন এর পিছিয়ে পড়া শিশুদের নিয়ে দীর্ঘদিন যাবত Basic Education প্রকল্পটি পরিচালনা করছে। উক্ত প্রকল্পের ১৫০০ জন শিক্ষার্থীর মাঝে ১১ ডিসেম্বর ২০২৩ Ria Money Transfer এর অর্থায়নে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাগ বিতরণ করে Ria Money Transfer UK এর বিজনেস ম্যানেজার জনাব তানভীর আলম তিমন, উপস্থিত ছিলেন – জমজম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক জনাব মঈন উদ্দিন আহমেদ চৌধুরী, নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানি চৌধুরী, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব লতিফ আহমেদ, প্রজেক্ট ম্যানেজার জনাব মামুনুর রশীদ চৌধুরী, প্রজেক্ট প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ মো: তৌহিদুল ইসলাম প্রমুখ। অতিথি পরবর্তীতে জমজম ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন করে। ট্রেনিং ইন্সটিটিউট-এর ইনচার্জ মিসেস সুমি ফেরদৌস তাঁকে স্বাগত জানান ও বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিবৃতি দেন। উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অডিনেটর মো: হাসনুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Featured News