HomeZamzam Paradise Gardenশিশুদের নিয়ে মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত

শিশুদের নিয়ে মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত

জমজম প্যারাডাইজ গার্ডেন-এর আবাসিক শিশুদের নিয়ে “ঈমান ও আকিদা” বিষয়ে একটি মোটিভেশনাল সেশন গত ২৮ অক্টোবর ২০২৩ তারিখে কুমারপাড়াস্থ জমজম টাওয়ারের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিনঘন্টাব্যাপি সেশনটি পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা, কুদরতুল্লাহ জামে মসজিদের খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান মাদানি। সম্মানিত অতিথি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে সহজভাবে তাদের সামনে ঈমান ও আকিদার সংজ্ঞা, ঈমানদারের মর্যাদা, মুসলিম কারা, ভালো মুসলিম হতে হলে করণীয় ইত্যাদি বিষয় তুলে ধরেন। উপস্থিত শিশুরা অতিথির কাছে বিভিন্ন বিষয় জানতে চেয়ে প্রশ্ন করে, অতিথি সেগুলোর জবাব দেন। সেশনের শুরুতে শুভেচ্ছা কথা বলেন জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানি চৌধুরী, আরো উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার জনাব মামুনুর রশীদ চৌধুরী, ডেপুটি ম্যানেজার, একাউন্টস এবং ফিন্যান্স জনাব শেষ তাসনিম সাকিব, ইনচার্জ পিপিআই মো: তৌহিদুল ইসলাম, প্রজেক্ট সুপারিনটেন্ডেন্ট মো: হাসনুল ইসলাম প্রমুখ।

Related Articles

Featured News