HomeZamzam Paradise Gardenজমজম বাংলাদেশ এর পক্ষ থেকে আশরাফকে পুরস্কার প্রদান

জমজম বাংলাদেশ এর পক্ষ থেকে আশরাফকে পুরস্কার প্রদান

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ’ (কেমুসাস) কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ক্বেরাত, নাতে রাসূল (সা.), ক্যালিগ্রাফি ও রচনা লিখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় জমজম প্যারাডাইজ গার্ডেনের Facilitation of Rearing Orphans and Children in need (FROC)’ প্রকল্পের হিফজ শাখার শিক্ষার্থী ‘আশরাফ আহমদ ‘ ক্বেরাত ‘ক’ বিভাগে শতাধিক প্রতিযোগীদের মধ্যে ‘তৃতীয় স্থান’ অর্জন করে। তাঁর এই কৃতিত্বের জন্য জমজম বাংলাদেশ এর পক্ষ থেকে তাঁকে পুরস্কার প্রদান করা হয় এবং অন্যদেরকে ও এই রকম প্রতিযোগিতায় বেশি বেশি অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করেন নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানী চৌধুরী তিনি বলেন – একটি বড় প্রতিযোগিতায় আমাদের শিশুদের প্রথম যোগদান এটি, আমরা আনন্দিত ও উৎসাহিত, আশা করি আগামীতে আমরা আরো সফলতা অর্জন করতে পারব, উক্ত অনুষ্ঠানে জমজম বাংলাদেশ হেড অফিসের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Featured News