HomeZamzam Paradise Gardenজমজম প্যারাডাইজ গার্ডেন এর শিশুদের অভিভাবকদের নিয়ে অভিভাবক মিটিং অনুষ্ঠিত হয়

জমজম প্যারাডাইজ গার্ডেন এর শিশুদের অভিভাবকদের নিয়ে অভিভাবক মিটিং অনুষ্ঠিত হয়

গআজ ১১ই মার্চ ২০২৩ ইং তারিখে জমজম প্যারাডাইজ গার্ডেন এর শিশুদের অভিভাবকদের নিয়ে অভিভাবক মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জমজম বাংলাদেশ এর নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানী চৌধুরী, এইচ আর এডমিন ম্যানেজার আব্দুল হক আনহার, পিপিআই ইনচার্জ জনাব মোঃ তৌহিদুল ইসলাম, জমজম প্যারাডাইজ গার্ডেন এর সুপারইন্টেন্ডেন্ট জনাব মোঃ হাসনুল ইসলাম, জনাব মোঃ তসলিমুর রহিম জোয়ারদার, হিফজ শাখার শিক্ষক জনাব হাফেজ সেলিম আহমদ, কেয়ারটেকার বিউটি আক্তার রিতা, লাভলী বেগম, মাছুমা আক্তার জুঁই প্রমুখ।

Related Articles

Featured News