HomeGenarelজমজম এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জমজম এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জমজম চ্যারিটেবল ট্রাস্ট ইউ,কে এর এক্সিকিউটিভ কমিটির ডিরেক্টর ও অন্যতম পৃষ্ঠপোষক প্রবাসী জনাব হেলাল আহমদ এর সম্মানিত মাতা মিসেস আফতাবুন্নেছা খানম গত ২১ অক্টোবর ২০২৩ তারিখে লন্ডনে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া -ইন্নাইলাইহি রাজিউন । মরহুমার মৃত্যুতে জমজম বাংলাদেশের পক্ষ থেকে সিলেটের কুমার পাড়াস্থ জমজম টাওয়ারে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রজেক্ট- প্ল্যানিং ডিপার্টমেন্টের ইনচার্জ জনাব মো: তৌহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানি চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার জনাব মামুনুর রশীদ চৌধুরী, এইচআর এডমিন ম্যানেজার আব্দুল হক আনহার, ডেপুটি ম্যানেজার, একাউন্টস এবং ফিন্যান্স জনাব শেখ তাসনুম সাকিব, জমজম হেড অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এবং প্যারাডাইজ গার্ডেনের শিশুরা । মরহুমা মিসেস খানম একজন নেককার ও দরদী মনের মানুষ ছিলেন । তিনি বাংলাদেশে মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনায় নির্মিত জমজম টাওয়ারের একজন বড় দাতা । উনার মৃত্যুতে জমজম পরিবার শোকাহত । উক্ত দোয়া মাহফিাল এ মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং মরহুমার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয় । আল্লাহ- তা-আলা মরহুসাকে জান্নাতের সর্বোচ্চ আসনে সমাসীন করুন, আমিন।

Related Articles

Featured News