HomeVocational Trainingকারিগরী ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয় - যুগ্ম সচিব এর জমজম পরিদর্শন

কারিগরী ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয় – যুগ্ম সচিব এর জমজম পরিদর্শন

কারিগরী ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয় এর যুগ্ম সচিব জনাব ড. মো: আয়াতুল ইসলাম ৮ অক্টোবর ২০২৩ তারিখে জমজম ট্রেনিং ইনস্টিটিউট ও জমজম বাংলাদেশ পরিদর্শন করেন । জমজম ট্রেনিং ইনস্টিটিউট এর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং জমজম বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন,এ সময় তিনি জমজম বাংলাদেশ এর হল রুমে বেসিক এডুকেশন প্রকল্পের শিক্ষকদের মাসিক মিটিং এ শিক্ষকদের উদ্দেশ্যে কথা বলেন এবং জমজম এর এই মহতি কাযক্রম এর প্রসংশা করেন । উক্ত সময় জমজম বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার জনাব মামুনুর রশীদ চৌধুরী ও জমজম ট্রেনিং ইনস্টিটিউট এর ইনচার্জ – সুমি ফেরদৌস ,জনাব হাসনুল ইসলাম ও জনাব আব্দুল্লাহেল বাকী উপস্থিত ছিলেন ।

Related Articles

Featured News